ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নরসিংদীর ৫টি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
নরসিংদীর ৫টি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নরসিংদী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে ৩৩ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সূত্রে জানা যায়, নরসিংদী সদর ১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম হিরু (নৌকা), স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল (ঈগল), জাতীয় পার্টির মো. ওমর ফারুক মিয়া (লাঙ্গল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. ছবির মিয়া (ফুলের মালা), স্বতন্ত্র মো. জাকারিয়া (ট্রাক), তৃণমূল বিএনপির মো. জলিল সরকার (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রীম পার্টির শাজাহান মিয়া (একতারা) ও বাংলাদেশ কংগ্রেস এর মো. ইকবাল হোসেন ভূঞা (ডাব)।  

নরসিংদী ২ (পলাশ) আসনে ৪ জন প্রার্থী প্রতীক বরাদ্ধ পেয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুল আশরাফ খান (নৌকা), স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা), জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম (লাঙ্গল) ও স্বতন্ত্র মো. মাসুম বিল্লাহ (ঈগল)।  

নরসিংদী ৩ (শিবপুর) আসনে ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফজলে রাব্বি খান (নৌকা), স্বতন্ত্র মো. সিরাজুল ইসলাম মোল্লা (ঈগল), জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মো. আলতাফ হোসেন (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মিরানা জাফরিন চৌধূরী (একতারা), ইসলামী ঐক্যজোটের মো. নুরুজ্জামান (মিনার), গণফোরামের মো. মাহফুজুর রহমান (উদীয়মান সূর্য) ও তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মণ (সোনালী আঁশ)।

নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) আসনে ৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নৌকা), স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভুলন (ছড়ি) ও জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন (লাঙ্গল)।  

নরসিংদী ৫ (রায়পুরা) আসনে ৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন । তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু (নৌকা), স্বতন্ত্র মিজানুর রহমান (ঈগল), জাতীয় পার্টির মো: শহিদুল ইসলাম (লাঙ্গল) স্বতন্ত্র মো. সোলায়মান খন্দকার (কাচি), ইসলামী ঐক্যজোটের মুফতি আব্দুল কাদের মোল্লা (মিনার), বাংলাদেশ কংগ্রেস এর মমতাজ মহল (ডাব), গণফ্রন্টের মো: নাজমুল হক শিকদার (মাছ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মো. বিটু মিয়া (টেলিভিশন) ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর মো. মাহফুজুর রহমান (মশাল)।  

প্রতিক বরাদ্দ শেষে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন নিজের শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। তিনি বলেন, এবার উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগ্রহে অপেক্ষা করছে। এবার সারাদেশে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সরকার ঘটন করবে। বর্তমান সরকারের আমলে নরসিংদীতে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। এশিয়ার বৃহৎ সার কারখানা, বিসিক শিল্পনগরীসহ জেলার রাস্তাঘাট, স্কুল কলেজে উন্নয়ন কাজ করা হয়েছে। ভবিষ্যতে নরসিংদীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হবে। জনগণ উন্নয়নের মার্কা নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।