ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আড়াইহাজারে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আড়াইহাজারে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন প্রতীক বরাদ্দ দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে আলমগীর সিকদার লোটনের নেতৃত্বে উপজেলার প্রভাকরদী এলাকা থেকে শুরু হয়ে মোটর শোভাযাত্রাটি উপজেলার আড়াইহাজার বাজার, ঝাউগড়া, ব্রাহ্মন্দী, জাঙ্গালিয়া, রামচন্দ্রদী এলাকা গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক জি এস জাহাঙ্গীর সিকদার জোটন, আড়াইহাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মোল্লা, জাতীয় পার্টির নেতা মোক্তার হোসেন আজাদ, সায়েম সিকদার, সেলিম মোল্লা, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোন্তাজ ভূঁইয়া, উপজেলা যুবসংহতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা প্রমুখ।  

এ সময় লোটন রামচন্দ্রদীতে এক পথসভায় বলেন, আমার বাবা দীর্ঘদিন আপনাদের সেবা করেছেন। আমিও আপনাদের পাশে ছিলাম। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আমাকে ভোট দিয়ে এলাকার জনগণের খেদমত করার সুযোগ করে দেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর জাতীয় পার্টির মোটর শোভাযাত্রাটি জনগণের কাছে ব্যাপক সাড়া পায়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।