ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী প্রচারণায় হিরো আলমের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
নির্বাচনী প্রচারণায় হিরো আলমের ওপর হামলা

বগুড়া: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

হিরো আলম নিজেই এ অভিযোগ করেছেন।

জানিয়েছেন, হামলার সময় তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হিরো আলম বলেন, মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে কর্মী-সমর্থকদের নিয়ে যাই। কিন্তু প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার কয়েকজন সমর্থকরা এসে বাধা দেন। তারা পাঁচ জন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেওয়া হচ্ছে দেখে সেটি কেড়ে নেওয়া হয়। আমাদের সা‌থে হাতাহা‌তি হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে সরেজমিনে গিয়েছিলাম। কিন্তু‌ হিরো আলম যা বলেছেন তার কোনো সত‌্যতা পাওয়া যায়‌নি। তারপরও আমরা বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।