ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি লঙ্ঘন, এমপি বাবুর স্ত্রীসহ ৫ জনকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আচরণবিধি লঙ্ঘন, এমপি বাবুর স্ত্রীসহ ৫ জনকে শোকজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভাসহ পাঁচজনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচনী এলাকা ২০৫ (আড়াইহাজার) এর নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মন্ডল এ শোকজের চিঠি পাঠিয়েছেন।

 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ২০৫ নম্বর কক্ষে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়া নির্দেশ দেওয়া হয়।

বাকি চারজন হলেন- সাদারদিয়া এলাকার মেম্বার শফিকুল ইসলাম, একই এলাকার দুলাল মিয়া, রামচন্দ্রদী ঋষিপাড়া এলাকার দুলাল ও একই এলাকার নগরবাসী দাস।

ডা. সায়মা আফরোজ ইভার চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে গোচরীভূত হয়েছে যে, আপনি বিভিন্ন সময় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আপনি বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা হয়ে আপনার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৭(১) ও এবং ৮৬ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। উপযুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন বরাবরে কেন সুপারিশ করা হবে না সে মর্মে ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।

বাকি চারজনের চিঠিতে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে গোচরীভূত হয়েছে যে, আপনি নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলমগীর সিকদার লোটনের লাঙ্গল মার্কার কিছু ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন। আপনার এহেন কার্যকলাপ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৭(১)খ অনুচ্ছেদের লঙ্ঘন। উপর্যুক্ত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন বরাবরে কেন সুপারিশ করা হবে না সে মর্মে ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নম্বর কক্ষে অবস্থিত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।

নির্বাচনী এলাকা ২০৫ (আড়াইহাজার) এর নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।