দিনাজপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা শাখা জাপার দলীয় কার্যালয়ে মাহবুব আলম এ ঘোষণা দেন।
ঘোষণায় তিনি জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট নিরপেক্ষ নিয়ে তার সংশয় রয়েছে। তাই তিনি নির্বাচনী সব ধরনের প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহ-সভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখা জাপার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ, জাপা ও স্বতন্ত্র মিলে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এসআরএস