ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শৈলকুপায় নৌকার প্রার্থীসহ ৪ জনের নামে ইসির মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
শৈলকুপায় নৌকার প্রার্থীসহ ৪ জনের নামে ইসির মামলা

ঝিনাইদহ: ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিমসহ চারজনের নামে তিনটি মামলা হয়েছে।  

সোমবার (১ জানুয়ারি) মধ্যরাতে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা তিনটি করেন।

মামলার অপর আসামিরা হলেন- হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু  এবং উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।