ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনারকে বরখাস্তের পর প্রত্যাহারে ইসির সম্মতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনারকে বরখাস্তের পর প্রত্যাহারে ইসির সম্মতি

ঢাকা: বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে সাময়িক বরখাস্ত করে প্রত্যাহারের সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩ জানুয়ারি) এ সম্মতি দেওয়া হয় বলে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের সই করা চিঠি থেকে জানা গেছে।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্তপূর্বক পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তির জন্য অনুরোধ করা হয়েছিল। নির্বাচন কমিশন এতে অনাপত্তি দিয়েছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।