ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

৭ ভোটকেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনী সরঞ্জাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
৭ ভোটকেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনী সরঞ্জাম

বান্দরবান: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার ২টি ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

 
থানচি উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

থানচি উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এরই মধ্যে দুর্গম ইউনিয়নের ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য সব নির্বাচনী সরঞ্জাম ভোটের আগের দিন সব কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৪ প্লাটুন বিজিবি সদস্য।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন জানান, বান্দরবানের থানচিতে ১৪টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম ৭টি কেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যেই এসব সরঞ্জাম পৌঁছানো হবে।  

তিনি আরও বলেন, থানচি উপজেলার একটি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।