ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীতে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
ফেনীতে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়

ফেনী: রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৩৯৯টির মধ্যে জেলা পুলিশের তালিকা অনুযায়ী কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণের তালিকায় নেই।

 

জেলায় গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩৩৯টি এবং সাধারণ কেন্দ্র ৬০টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ৪০ হাজার ৫৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৮ হাজার ২৮৫ জন, নারী ভোটার ৬ লাখ ২ হাজার ৪৭১ জন।

ফেনী-১ আসনে ১১৫ টি কেন্দ্রের মধ্যে ১০৭ টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে পরশুরাম উপজেলায় ২৬টি, ছাগলনাইয়াতে ৫৪ টি ও ফুলগাজীতে ২৭টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। ফেনী-২ আসনে (সদর উপজেলা) ১৪০টি কেন্দ্রের মধ্যে ১৩৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে।

ফেনী-৩ আসনে ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৯৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে সোনাগাজী উপজেলার ৭২টি কেন্দ্রের সবগুলোই গুরুত্বপূর্ণ। এছাড়া দাগনভূঞা উপজেলার ২৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ রয়েছে।

এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ফেনী-১ আসনে ৬ জন প্রার্থী, ফেনী-২ আসনে ৮ জন প্রার্থী এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।

ফেনী-১ আসনে প্রার্থী ৬ জন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নৌকা প্রতীক, তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু সোনালী আঁশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট  প্রার্থী কাজী মো. নুরুল আলম মোমবাতি প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার ছড়ি প্রতীক, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল লাঙ্গল প্রতীক ও স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী ঈগল প্রতীকে নির্বাচনে লড়ছেন।

ফেনী-২ আসনে প্রার্থী ৮ জন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীক, তৃণমূল বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ভূঞা সোনালী আঁশ, জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম লাঙ্গল প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম মোমবাতি প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ভূঞা ছড়ি প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ডাব প্রতীক, খেলাফত আন্দোলনের আবুল হোসেন বড়গাছ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী এএসএম আনোয়ারুল করিম ঈগল প্রতীকে লড়ছেন।

ফেনী-৩ আসনে বৈধ প্রার্থী ১০ জন। এ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়াও চূড়ান্ত ভোটের লড়াইয়ে রয়েছেন, স্বতন্ত্রের হাজী রহিম উল্যাহ (ঈগল), তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন (একতারা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু নাসির (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি), আবুল কাশেম আজাদ (ট্রাক) ও ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত (কাঁচি)।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪ 
এসএইচডি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।