ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ার প্রতিনিধিদল ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ার প্রতিনিধিদল ঢাকায়

ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে রাশিয়ার তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

শনিবার (৬ জানুয়ারি) ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া থেকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুটব।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে ১২৭ জন বিদেশি পর্যবেক্ষক আসছেন। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক ভোট পর্যবেক্ষণে অ্যাক্রেডিটেশন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।