ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ 

জয়পুরহাট: জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (০৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা মোস্তাক ও আনসার সদস্য একরামুল হক জানায়, সকাল সোয়া ৯টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে ভোটাররা এদিক সেদিক ছোটাছুটি করেন। পরে পুলিশ সদস্যরা ককটেলের খোলস সরিয়ে ফেলেন।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে এই ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার শাহিনুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পড়েই সব স্বাভাবিক হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানায়, ককটেল নয়, একটি পটকা ফুটানো হয়েছে। আমরা অপরাধীকে আটকের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।