ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছদ্মবেশে জাল ভোট দেওয়ার চেষ্টা, ৪ জনের ছয় মাস করে জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ছদ্মবেশে জাল ভোট দেওয়ার চেষ্টা, ৪ জনের ছয় মাস করে জেল

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় ৪ জনকে আটক করা হয়েছে। পরে জাল ভোট দেওয়ার অপরাধে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (০৭ জানুয়ারী) সকালে পানছড়িতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করেন।  

সাজাপ্রাপ্তরা হলেন মো: জাহিদ হোসেন (১৯), মো: শওকত মিয়া (২১), মো: ফুল মিয়া (২১) ও মো: হালিম(২১)। তারা প্রত্যেকে পানছড়ির ফাতেমা নগর এলাকার বাসিন্দা।  

জানা যায়, সকালে ছদ্মবেশ ধারণ করে বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযুক্ত ৪জন জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়েছে। পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারী ০৭, ২০২৪
এডি/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।