ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নীলফামারী-২: নিজের ভোটটিও দেননি ডাব প্রতীকের প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
নীলফামারী-২: নিজের ভোটটিও দেননি ডাব প্রতীকের প্রার্থী

নীলফামারী: নীলফামারী-২ (সদর) আসনের একজন প্রার্থী ভোটে দাঁড়িয়েই খালাস। নিজের ভোটটিও দিতে কেন্দ্রে যাননি বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মোরসালিন ইসলাম।

আসনটিতে তিনি ডাব প্রতীকে প্রার্থী হয়েছিলেন।  

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা থাকলেও তাকে কেন্দ্রে বা এলাকাতেই দেখা যায়নি।

মোরসালিন ইসলামের বড় ভাই খায়রুল আনাম জুয়েল বাংলানিউজকে জানান, নির্বাচনের বেশ কয়েকদিন আগে তিনি (মোরসালিন) ঢাকায় গেছেন, আর ফেরেননি। দুই একটি কেন্দ্রের ডাব প্রতীকে দুই একটি সিল পড়লেও কোনো কেন্দ্রেই তার এজেন্ট ছিল না।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।