ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আনিসুল হকের হ্যাট্রিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
আনিসুল হকের হ্যাট্রিক

ব্রাহ্মণবাড়িয়া: কসবা ও আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনে জয় পেয়েছেন অ্যাডভোকেট আনিসুল হক। একই আসন থেকে টাকা তৃতীয়বার নির্বাচনে জয় লাভ করলেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) আসনের বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে রাতে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

আসনের ১১৮ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল থেকে জানা গেছে, নৌকা প্রতীকে আনিসুল হক পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান আম মার্কায় ভোট পেয়েছেন ছয় হাজার ৫৮৬ ভোট। অপর প্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস পেয়েছেন চার হাজার ৫৭৪ ভোট পেয়েছেন।

আখাউড়া ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।