ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঠাকুরগাঁও-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত লাঙ্গল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঠাকুরগাঁও-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত লাঙ্গল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন।

রোববার (৭ জানুয়ারি) রাত ৮টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১২৮টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে হাফিজ উদ্দিন আহম্মেদ এক লাখ আট হাজার ৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৫ হাজার ২০৪ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৩৫৪। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৯৬৬ ও মহিলা এক লাখ ৬৯ হাজার ৩৮৮।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।