ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুনামগঞ্জ-২

সুরঞ্জিত পত্মীর কাছে হারলেন আইজিপির ভাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সুরঞ্জিত পত্মীর কাছে হারলেন আইজিপির ভাই

সিলেট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনের চারটিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ব্যতিক্রম কেবল সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে।

আসনটিতে নৌকার প্রার্থী বর্তমান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ভাই ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদকে হারিয়ে বিজয়ী হয়েছেন সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা।    

রোববার (৭ জানুয়ারি)  ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রভিক্তিক ফলাফলে নৌকা প্রতীকে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৩৩ হাজার ৭৭৮ ভোট। কাঁচি প্রতীকে জয়া সেন গুপ্তা পেয়েছেন ৫০ হাজার ৫৯২ ভোট।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন ড. জয়া সেন গুপ্তা। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ৭ ২০২৩
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।