ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহ সিটি নির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে টিটু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
ময়মনসিংহ সিটি নির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে টিটু

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এতে নগরের মোট ১২৮ ভোটকেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটের ব‍্যবধানে এগিয়ে আছেন মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু।

শনিবার (৯ মার্চ) রাত পৌনে ৮টায় নগরের তারেক স্মৃতি মিলনায়তনে রিটানিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গণনা হওয়া ভোটকেন্দ্রের ফলাফলে এতথ‍্য নিশ্চিত করা হয়।  

ঘোষিত ৫৫ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯,০২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ১২,০৯২ ভোট। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীকে এহতেসামুল আলম পেয়েছেন ৪,০৬২ ভোট, কৃষকলীগ নেতা হরিণ প্রতীকে রেজাউল হক ৫৫০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙল প্রতীকে পেয়েছেন ৩৭৭ ভোট।

এই ৫৫ কেন্দ্রের ফলাফলে ইকরামুল হক টিটু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে ৩৬ হাজার ৯৩৭ ভোটে এগিয়ে আছেন।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।