নীলফামারী: নীলফামারীর জলঢাকা পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন মো. নাসিব সাদিক হোসেন নোভা। তিনি সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর বড় ছেলে।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, নারিকেল গাছ মার্কা নিয়ে ১২ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাসিব সাদিক হোসেন নোভা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পেয়েছেন হাজার ৭৬৭ ভোট। অপর প্রার্থী সাদের হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট। সবার সহযোগিতায় ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, জলঢাকা পৌরসভা এলাকায় ১৮টি ভোট কেন্দ্রে ১১৭টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ৩৭ হাজার ১৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৭৭৪ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ৪১৭ জন।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ইলিয়াস হোসেন বাবলু মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসএম