ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোট: ২৮ জনকে বিভিন্ন মেয়াদে জেল, জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মে ৮, ২০২৪
উপজেলা ভোট: ২৮ জনকে বিভিন্ন মেয়াদে জেল, জরিমানা

ঢাকা: সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে বিভিন্ন অপরাধে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা।

বুধবার (০৮ মে) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, ১৯ জনকে এক সপ্তাহ থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও নয়জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ একজনকে শিশু আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া বিভিন্ন অপরাধের পাঁচজনকে শাস্তি না দিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশনা দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩৯ উপজেলায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারে এমন রায় দেন তারা।

সাজাপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মে ০৮, ২০২৪
ইইউডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।