ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরা সদরে বিনা ভোটে ভাইস চেয়ারম্যান হচ্ছেন ২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মে ১২, ২০২৪
সাতক্ষীরা সদরে বিনা ভোটে ভাইস চেয়ারম্যান হচ্ছেন ২ জন

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের চার প্রার্থীর তিনজনই মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা ভোটে ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন শামস ইশতিয়াক শোভন।

একই ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও দুই প্রার্থীর মধ্যে সোনিয়া পারভীন শাপলা মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন।

 

তবে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীই থাকছেন নির্বাচনের মাঠে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠেয় সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ও গোলাম মোরশেদ, যুবলীগ নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ, প্রভাষক সুশান্ত মণ্ডল এবং জাতীয় পার্টির মশিউর রহমান বাবু।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী চারজন প্রার্থীর মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের আরেক সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা ও জাতীয় পার্টির মো. বদরুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শামস ইশতিয়াক শোভন।

তবে জেলা ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতাসহ তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।