ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আখাউড়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ২১, ২০২৪
আখাউড়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ মে) সকালে নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাধ হোসেন ভুঁইয়ার সমর্থক আব্দুল মতিন কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। এ সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের লোকজন বাঁধা দিলে দুই সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি আনে। তবে ভোটগ্রহণে কোনো ব্যাঘাত ঘটেনি।  

নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাসুদ রানা জানান, কেন্দ্রের বাইরে ঝামেলা হলেও ভোট প্রদানে কোনো সমস্যা হয়নি। সুষ্ঠভাবেই ভোট কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।