ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে বসে ভাত খাওয়ায় এ কে এম রমজান আলী নামের এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
তিনি জানান, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ছিলেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ একেএম রমজান আলী। দুপুরে ওই কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী কাজি জহির উদ্দিন সিদ্দিক টিটু পরিদর্শনে যান। এসময় এই চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে ভোট কেন্দ্রের অফিস কক্ষে বসে প্রিসাইডিং অফিসার একেএম রমজান আলী ভাত খান। তখন কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দুজনকে ভাত খাওয়া অবস্থায় দেখতে পান।
সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, একজন প্রিসাইডিং অফিসার কোনো প্রার্থীর সঙ্গে বসে ভাত খেতে পারেন না। তাই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এইচএ/