ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি: মাঠ পর্যায়ে সরকারের অন্য দপ্তরে সঙ্গে সমন্বয়ের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এনআইডি: মাঠ পর্যায়ে সরকারের অন্য দপ্তরে সঙ্গে সমন্বয়ের প্রস্তাব

ঢাকা: মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ করতে সরকারের অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ের প্রতি জোর দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এমন প্রস্তাব এসেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত ওই সভার কার্যবিবরণীতেও বিষয়টি উঠে এসেছে।

এতে বলা হয়েছে, জেলা এবং উপজেলা পর্যায়ে অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রাখা প্রয়োজন। এছাড়াও জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা দরকার।

এদিকে বিশেষ কমিটির বেড়াজাল থেকে চট্টগ্রামবাসীকে মুক্ত করার লক্ষ্যে ইসির সিদ্ধান্ত প্রচারের জন্যও জোর দিয়েছেন কর্মকর্তারা। কার্যবিবরণীতে বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে প্রণীত সুপারিশগুলো কমিশন কর্তৃক অনুমোদনক্রমে নতুন পরিপত্র জারি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ভোটার এলাকার জনগণকে জানানোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।