ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফের দুই সিস্টেম ম্যানেজারকে বদলি করল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
ফের দুই সিস্টেম ম্যানেজারকে বদলি করল ইসি

ঢাকা: দুই সিস্টেম ম্যানেজারকে কয়েক মাসের মাথায় ফের বদলি করলি নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ইসি সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে তাদের দুইজনকে বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রযুক্তি শাখায় সিস্টেম ম্যানেজার করা হয়েছে। এছাড়া, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রযুক্তি শাখার সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগের সিস্টেম ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
ইইউডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।