ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইসি

ঢাকা: শ্রীলংকার জাতীয় সংসদ পর্যবেক্ষণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ১৪ নভেম্বর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে সম্প্রতি ইসির উপ-সচিব মো. মাজহারুল ইসলামের পাঠানোর এ সংক্রান্ত চিঠি থেকে বিষযটি জানাগেছে।

এতে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শ্রীলংকার সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দুই সদস্যের প্রতিনিধি দল দেশটিতে পাঠানো হবে। এক্ষেত্রে রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মুতাসিম ও ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশরাফুল আলমকে ১১ থেকে ১৭ নভেম্বর দেশটিতে সফর করবেন।

অফিসিয়াল এ সফরে সব ভাতা তারা দেশীয় মুদ্রায় পাবেন৷ ঢাকা টু শ্রীলংকা যাওয়া-আসার বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আর শ্রীলংকায় থাকা খাওয়া ব্যয় বহন করবে শ্রীলংকান নির্বাচন কমিশন।

সার্কসহ বিভিন্ন দেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানায়৷ তেমনি বাংলাদেশ নির্বাচন কমিশনও তাদের বিভিন্ন সময় আমন্ত্রণ জানায়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।