ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বন্যার্তদের একদিনের বেতন দিচ্ছে নির্বাচন কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
বন্যার্তদের একদিনের বেতন দিচ্ছে নির্বাচন কমিশন

ঢাকা: দেশে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একদিনের বেতন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সারাদেশের উপজেলা পর্যায় পর্যন্ত যত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, তাদের একদিনের বেতন বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর তহবিলে এ অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, সারাদেশে সব পর্যায়ে ইসির মোট লোকবল রয়েছে ২ হাজার ৮৩৩ জন। এক্ষেত্রে সব মিলিয়েছে কয়েক লাখ টাকার তহবিল সংগ্রহ হবে।

এবছর দেশের ৩৩টি জেলায় বন্যায় হয়েছে। ‍অন্তত ২০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত বন্যায়। পানি নেমে গেলেও এখনো অনেক এলাকার মানুষ তাদের মাথা গোঁজার ঠাঁই খুঁজে পায়নি। বন্যায় ভিটে-মাটি সব ভেসে যাওয়ায় তারা এখনও বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েই দিন পার করছেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।