ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সঙ্গে চলছে আওয়ামী লীগের সংলাপ; ছবি- জিএম মুজিবুর

ঢাকা: এগারো দফা সুপারিশ নিয়ে বুধবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিয়েছে। বেলা এগারোটায় ইসি ভবনে শুরু হয় এই সংলাপ।

সংলাপে নির্বাচন কমিশনের পক্ষে অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সহ অন্যান্য নির্বাচন কমিশনারগণ এবং ইসি সচিব।

ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগ প্রতিনিধি দলে রয়েছেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম,  মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, সাবেক রাষ্ট্রদূত জমির, মো. রশিদুল আলম, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আব্দুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার।

সূত্র জানিয়েছে, নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ, আদম শুমারি না হওয়া পর্যন্ত সীমানা পুনর্নির্ধারণ না করার সুপারিশ রয়েছে আওয়ামী লীগের আলোচ্য এজেন্ডায়।

বাংলাদেশ সময়:১১০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।