ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আজ খুব হালকা অনুভব করছি: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আজ খুব হালকা অনুভব করছি: সিইসি সাবেকদের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা শেষদিনের সংলাপে সাবেকদের পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সূচনা বক্তব্যেই তিনি বলেন, ‘আজ খুব হালকা অনুভব করছি’।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টা ১০ মিনিটে সূচনা বক্তব্য শুরু করেন সিইসি। তিনি বলেন- ‘ফেলে আসা পুরনো দিনগুলোর দিকে ফিরে তাকানোর সুযোগ হলো।

এ সুযোগে আপনাদের স্বাগত, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ’

‘ধারাবাহিক সংলাপের আজ শেষদিন। সুদীর্ঘকালের সুশৃঙ্খল চাকরি জীবনের চমৎকার সব অর্জন থেকে নির্বাচন সংশ্লিষ্ট অংশটুকু আমাদের বলুন। ’

এরইমধ্যে সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, ৪০টি নিবন্ধিত দল, পর্যবেক্ষক ও নারী নেত্রীদের সঙ্গে মত বিনিময় করেছে ইসি।

নূরুল হুদা বলেন, ‘গত প্রায় তিন মাস ধরে অনেক মূল্যবান কথা শুনেছি, অনেক ভারি ভারি কথা শুনেছি। আজ আপনাদের পেয়ে অনেকটা হালকা অনুভব করছি। ’

উচ্ছ্বসিত সিইসি কবিগুরুর সোনারতরী কাব্যগ্রন্থের ‘মানসুন্দরী’ কবিতার কয়েকটি পংক্তি এসময় তুলে ধরেন।

সিইসি বলেন, আজ কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে- ‘আজ কোনো কাজ নয়-সব ফেলে দিয়ে/ ছন্দ বন্ধ গ্রন্থ গীত-এসো তুমি প্রিয়ে/ আজন্ম-সাধন–ধন-সুন্দরী আমার কবিতা, কল্পনালতা। ’

সিইসি সাবেকদের উদ্দ্যেশে বলেন, আজ বিচিত্র অভিজ্ঞতার গল্প শুনতে চাই, পরামর্শ আকারে গ্রহণ করবো। যত্ন সহকারে তা সংরক্ষণ করবো, প্রয়োগ করবো। ’

শেষদিনের সংলাপে সাবেক  সিইসিদের মধ্যে- বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, এ টি এম শামসুল হুদা; সাবেক নির্বাচন কমিশনারদের মধ্যে- মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ; সাবেক সচিবদের মধ্যে রয়েছেন- আবদুল করিম, মনজুর হোসেন, হুমায়ুন কবীরসহ সাবেক স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার, পুলিশ ও মন্ত্রণালয়ের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তারা সংলাপে অংশ নিয়েছেন।

নির্বাচন কমিশন নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে ২৬ জনকে শেষ সংলাপে আমন্ত্রণ জানালেও এতে উপস্থিত রয়েছেন ১৬ জন।

সাবেকদের সঙ্গে ইসির সংলাপ চলছে

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।