ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্থানীয় সরকারের ১৩৩ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
স্থানীয় সরকারের ১৩৩ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটগ্রহণ শেষে গণণা শুরু হয়েছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকারের মোট ১৩৩টি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলে। 

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৭টি ও বিভিন্ন পদে উপ নির্বাচন/স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ১টি, পৌরসভা সাধারণ নির্বাচন ৪টি ও বিভিন্ন পদে উপনির্বাচন/স্থগিত নির্বাচন ৭টি এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ১টি নির্বাচনসহ সর্বমোট ১৩৩টি নির্বাচনের ভোটগ্রহণ হয়।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগে থেকেই সব ধরনের প্রস্তুতি ছিল কমিশনের।

এরপরও কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। এরমধ্যে টাঙ্গাইলে একজন নিহতও হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।