ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বড়দিনের কাছাকাছি নির্বাচন না দেওয়ার দাবি খ্রিস্টানদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
বড়দিনের কাছাকাছি নির্বাচন না দেওয়ার দাবি খ্রিস্টানদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সঙ্গে ইসির বৈঠক

ঢাকা: খ্রিস্টান সম্প্রাদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ দিনের কাছাকাছি সময়ে অর্থ্যাৎ ২৫ ডিসেম্বরের আশপাশে নির্বাচন না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে মঙ্গলবার (৩০ অক্টোবর) সাক্ষাৎ করে অ্যাসোসিয়েশনের নেতারা এ দাবি জানান।

বৈঠক শেষে খ্রিস্টান অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট নির্মল রোজারিও সাংবাদিকদের বলেন, বড়দিনের খুব কাছাকাছি যেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারণ না করা হয় সেজন্য আমরা আবেদন করেছি।

কমিশন আমাদের প্রস্তাব সক্রিয়ভাবে, আন্তরিকতার সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন।

বৈঠকে সংগঠনের পক্ষ থেকে লিখিত দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে- একাদশ জাতীয় নির্বাচনের দিন ২৫ ডিসেম্বরের খুব কাছাকাছি না নির্ধারণ করা। সম্ভব হলে নির্বাচনের দিন ২০ ডিসেম্বরের আগে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারণ করা। এছাড়া নির্বাচনের আগে ও পরে খ্রিস্টান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়।

নভেম্বরের প্রথম দিকে তফসিল দিয়ে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে একাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।