ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জোটগত নির্বাচনের জন্য রোববার পর্যন্ত সময় দিলো ইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
জোটগত নির্বাচনের জন্য রোববার পর্যন্ত সময় দিলো ইসি নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কোন দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, সে তথ্য দিতে নিবন্ধিত দলগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে আগামী রোববারের (১১ নভেম্বর) মধ্যে তথ্য জানাতে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে শুক্রবার (০৯ নভেম্বর) চিঠি দিয়েছেন ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ধারা-২০ এর (১) এর (এ) বিধান অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে।

এরূপ প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন জানাতে হবে।

৮ নভেম্বর (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে হিসেবে ১১ নভেম্বরের মধ্যে জোটের বিষয়ে কমিশনকে অবহিত করতে হবে।

সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর, ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ করা হবে ৩০ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।