ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেখ হাসিনার মনোনয়ন বৈধ, বিএনপি প্রার্থীসহ ৩ জনের বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
শেখ হাসিনার মনোনয়ন বৈধ, বিএনপি প্রার্থীসহ ৩ জনের বাতিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছবি: বাংলানিউজ গ্রাফিক্স

গোপালগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।  

রোববার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বিষয়টি জানান।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, এফই শরফুজ্জামান জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম সিরাজসহ অন্যপ্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরদার জানান, গোপালগঞ্জ-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম খান চৌধুরীর মনোনয়নপত্রে দাখিল করা ভোটারদের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি প্রার্থী এসএম জিলানীর মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং এ জেলার ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলার তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আওয়ামী লীগের তিনজন, বিএনপির ছয়জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন, জাতীয় পার্টির দুইজন, বাসদের একজন, এলডিপির একজন এবং স্বতন্ত্র প্রার্থী তিনজন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।