ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি  নাগরিক সভায় বক্তারা

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের আইনি বাধা পরিহার করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদ। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে গুণগত মানের পরিবর্তন আনতে না ভোটের প্রচলন চায় সংগঠনটি।

শুক্রবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থীদের অসাংবিধানিকভাবে মনোনয়নপত্র বাতিল করার প্রতিবাদে নাগরিক সভায় বক্তারা একথা বলেন।  

স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় হিরো আলম, ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র এমপি প্রার্থী ঐক্য পরিষদ এ সভার আয়োজন করে।

বক্তারা বলেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অধিক হারে স্বতন্ত্র প্রার্থীদের সংসদ নির্বাচনে উৎসাহিত করতে হবে। তাদের রাজনীতিতে আসার সেই বাধাগুলো আমাদের পর্যায়ক্রমে দূর করতে হবে। যেটা দলীয়ভাবে কখনোই সম্ভব নয়। এজন্য যারা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন এবং ভোটারের অগ্রিম স্বাক্ষরের কারণে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, আমরা চাই তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে অধিকারবঞ্চিতদের বিষয়গুলো প্রধান্য পাবে।

সভাপতির বক্তব্যে আব্দুর রহিম বলেন, গণতান্ত্রিক দেশের প্রতিটি নাগরিকের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের অধিকার রয়েছে। সংবিধান অনুযায়ী জনগণের কাছে নিজের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ বা প্রতিযোগিতা করার অধিকার একজন নাগরিক হিসেবে অবশ্যই থাকা উচিত।  

সভায় সতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেন, এক শতাংশ ভোটারের তথ্য সংগ্রহ কেন্দ্র করে যাচাইকারী দল বা তদন্ত কর্মকর্তা আমাদের প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে। সমর্থনকরীদের ভয় দেখিয়েছে। এতে স্বাক্ষর দিতে অনেকেই অস্বীকৃতি জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।