ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাবনার ৫ আসনে ৮ জনের মনোনয়ন প্রত্যাহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
পাবনার ৫ আসনে ৮ জনের মনোনয়ন প্রত্যাহার 

পাবনা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রোববার (৯ ডিসেম্বর) পাবনার ৫টি আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

এছাড়া কোনো প্রতীক বরাদ্দ না থাকায় বিএনপির আরও ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমানে ৫টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসহ অন্যান্য দলের মোট ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পাবনা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।  

 যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন- 

পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে কমরেড নজরুল ইসলাম (ওর্য়াকার্স পার্টি), ডা. আব্দুল বাসেত খান (জামায়াত), ডা. মো. শফিকুল ইসলাম (মুসলীম লীগ)।  

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে মো. শাখাওয়াত হোসেন (এনপিপি) ও মো. রেজাউল করিম (জাসদ)।  

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আবু তালেব মণ্ডল (জামায়াত)।  

পাবনা-৫ (সদর) আসনে কমরেড জাকির হোসেন (ওয়াকার্স পার্টি) ও মামুনার রশিদ খান (বিএনপি)।

রিটানিং অফিসার মো. জসিম উদ্দিন জানান, এদের মধ্যে ‘প্রতীক’ বরাদ্দ না থাকায় বিএনপির আরও ৬ জনের মনোনয়ন বাতিল হয়ে গেছে।  

এরা হলেন- পাবনা-২ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন (বিএনপি) এবং আব্দুল হালিম সাজ্জাদ (বিএনপি), পাবনা-৩ আসনে মো. হাসাদুল ইসলাম হীরা (বিএনপি) ও মো. ফখরুল আযম (বিএনপি)।  

পাবনা-৪ আসনে সিরাজুল ইসলাম সরদার (বিএনপি) এবং পাবনা -৫ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস (বিএনপি)।

বর্তমানে ৫টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।