ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহের ১১ আসনে ৫৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
ময়মনসিংহের ১১ আসনে ৫৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ময়মনসিংহে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১ টি সংসদীয় আসনে ৫৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস নিজ কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কার্যালয়ের বোর্ডে আনুষ্ঠানিকভাবে ১১ টি আসনের প্রতীক বরাদ্দের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির আলী আজগর (ধানের শীষ), আওয়ামী লীগের জুয়েল আরেং (নৌকা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হুমায়ুন মো. আব্দুল্লাহ আল হাদী (হাতপাখা)।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মাওলা ভূঁইয়া (হাতপাখা), আওয়ামী লীগের শরীফ আহমেদ (নৌকা), বিএনপির শাহ শহীদ সারোয়ার (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক (সিংহ)।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির এম ইকবাল হোসাইন (ধানের শীষ), আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ (নৌকা), জাকের পার্টির গোলাম মোহাম্মদ (গোলাপ ফুল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রাণেশ চন্দ্র পন্ডিত (ফুলের মালা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আয়ুব আলী (হাতপাখা) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হারুন আল বারী (কাস্তে)।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ (লাঙল), বিএনপির আবু ওয়াহাব আকন্দ (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এমদাদুল হক মিল্লাত (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা) ও ন্যাশনাল পিপলস পার্টির মো. হামিদুল ইসলাম (আম)।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগের কাজী খালিদ বাবু (নৌকা), বিএনপির জাকির হোসেন (ধানের শীষ), জাকের পার্টির জহিরুল ইসলাম (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল অ্যাডভোকেট (সিংহ), ন্যাশনাল পিপলস পার্টির মো. সামান মিয়া (আম), জাতীয় পার্টির সালাহ উদ্দিন আহমেদ মুক্তি (লাঙল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাকী মো. মঞ্জুরুল হক (হাতপাখা)।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (নৌকা), বিএনপির শামছ উদ্দিন আহমেদ (ধানের শীষ), জাতীয় পার্টির খন্দকার রফিকুল ইসলাম (লাঙল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) চৌধুরী মোহাম্মদ ইসহাক (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল আলম সিদ্দিকী (হাতপাখা) ও স্বতন্ত্র সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (সিংহ)।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির রওশন এরশাদ (লাঙল), আওয়ামী লীগের হাফেজ রুহুল আমিন মাদানী (নৌকা), বিএনপির ডা. মো. মাহাবুবুর রহমান লিটন (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আজিজুল হক (হাতপাখা)।  

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টির ফখরুল ইমাম (লাঙল), গণফোরামের এএইচএম খালেকুজ্জামান (ধানের শীষ), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এম এ বাশার (ছাতা), স্বতন্ত্র মাহমুদ হাসান সুমন (সিংহ), ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল আল মামুন (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাবিবুল্লাহ (হাতপাখা) ও বাংলাদেশ মুসলিম লীগের সাইফ উদ্দিন আহমেদ মনি (হারিকেন)।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের আনোয়ারুল আবেদিন (নৌকা), বিএনপির খুররম খান চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম (কুড়াল), জাতীয় পার্টির মো. হাসনাত মাহমুদ (লাঙল), জাকের পার্টির মো. শফিকুল আলম (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইদুর রহমান (হাতপাখা)।  

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নুল আবেদিন (হাতপাখা), গণফ্রন্টের দ্বীন ইসলাম (মাছ), ন্যাশনাল পিপলস পার্টির নূর উদ্দিন (আম) ও এলডিপির সৈয়দ মাহমুদ মোর্শেদ (ধানের শীষ)।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আওয়ামী লীগের কাজিম উদ্দিন আহমেদ ধনু (নৌকা), বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু (ধানের শীষ), জাকের পার্টির নাজমা আক্তার (গোলাপ ফুল) ও ইসলামী আন্দোলনের মো. আমান উল্লাহ সরকার (হাতপাখা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।