ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিসি সেবাস্টিন রেমাসহ চার ওসি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ডিসি সেবাস্টিন রেমাসহ চার ওসি প্রত্যাহার ছবি: বাংলানিউজ গ্রাফিকস

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) সেবাস্টিন রেমাসহ এক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের সংস্থাপন শাখার উপ-সচিব সাবেদ উর রহমান বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিসি সেবাস্টিন রেমার বিরুদ্ধে কাজে সক্রিয় না থাকার অভিযোগ ছিলো।

আর এডিসি ফরিদপুর সাইফুল হাসানের বাবা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীরের ওপর হামলার  ঘটনায়  ঠাকুরগাঁয়ের ওসি মোস্তাফিজুর রহমান, মির্জা আব্বাসের ওপর হামলার  ঘটনায় রাজধানীর রমনার ওসি কাজী মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।  

আর নোয়াখালীতে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার ঘটনায় সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ এবং আরেকটি ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপ সচিব সাবেদ উর রহমান।  

পড়ুন>>প্রার্থিতা নিয়ে হাইকোর্টের নির্দেশনায় উদ্বিগ্ন ইসি

গাইবান্ধার ডিসি সেবাস্টিন রেমা আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছিলেন। তাকে এবং এডিসি সাইফুল হাসানকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে ও ওসিদের প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ দিয়েছে ইসি।  

সম্প্রতি জাতীয় এক্যফ্রন্ট থেকে ওই ওসিদের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন তোলে প্রত্যাহারের দাবি করে আসছিলো। এরপরই এ ইসির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮/আপডেট: ২১০৮ ঘণ্টা
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।