ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মৌলভীবাজার-৪: সরে দাঁড়ালেন গণফোরাম প্রার্থী শান্তিপদ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
মৌলভীবাজার-৪: সরে দাঁড়ালেন গণফোরাম প্রার্থী শান্তিপদ সংবাদ সম্মেলনে গণফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. শান্তিপদ ঘোষ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে গণফোরাম মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার প্রতিনিধি মো. আব্দুল আজিজ।
 
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে শান্তিপদ ঘোষ জানান, ঐক্যফ্রন্টের অধিকাংশ নেতাকর্মী-সমর্থক নির্বাচনী কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়ায় গণফোরামের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের পরামর্শে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি বিরত থাকছেন।

তবে তিনি কাউকে সমর্থন জানাননি।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।