ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে: সিইসি

ময়মনসিংহ: ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করা জামায়াতের প্রার্থীদের প্রার্থিতার বিষয়ে রোববার (২৩ ডিসেম্বর) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। 

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান।  

জামায়াতের প্রার্থী যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে, তাদের বিষয়ে ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আদালতের নির্দেশনা চাওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২৩ ডিসেম্বর (রোববার) নির্বাচন কমিশনের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন বানচালের কোনো পরিবেশ ও পরিস্থিতি নেই জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন বানচাল করার সাহস কারও নেই। নির্বাচনের সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ বজায় আছে।  

তবে সারাদেশে কোথাও কোথাও উত্তেজনা থাকতে পারে। নির্বাচন একটি বড় ধরনের আয়োজন। স্থানীয়ভাবে কর্মীদের মাঝে কোথাও কোথাও উত্তেজনা থাকবে না এটা একেবারে আশা করা যায় না বলেও জানান সিইসি।

তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচনের চেয়ে নিয়ন্ত্রণবহির্ভূত কিছু ঘটছে না উল্লেখ করে তিনি আরও বলেন, এমনটা সব নির্বাচনেই হয়ে থাকে। এটা গুরুতর কিছু নয়।  

আদালত থেকে ঐক্যফ্রন্টের যে প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের ব্যাপারে আদালতের নির্দেশই বহাল থাকবে বলে জানান তিনি।  

এর আগে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার। এই সময় নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ, ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।