ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খোলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক মিডিয়া সেন্টার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
খোলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক মিডিয়া সেন্টার নিজ দফতরে তারানা হালিম, ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণযোগ্য তথ্য ও নির্বাচনের ফলাফল জানাতে তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন কেন্দ্রিক মিডিয়া সেন্টার খোলা হচ্ছে। আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টা এ মিডিয়া সেন্টার খোলা থাকবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, নির্বাচনকালীন সময়ে ফলাফল প্রচার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মিডিয়া সেন্টার থেকে প্রচার করা হবে।

হোটেল সোনারগাঁওয়ে থাকবে মিডিয়া সেন্টারটি।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিদিন ৩ সিফটে ৭ জন করে কর্মকর্তা মিডিয়া সেন্টারে নিয়োজিত থাকবেন। এখান থেকে সঠিক তথ্য নিয়ে গণমাধ্যম কর্মীরা চাইলে ব্যবহার করতে পারবেন। আমরা সরাসরি নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য মিডিয়া সেন্টারের মাধ্যমে প্রচার করবো।

বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে রোববারের মধ্যে চিঠি দিয়ে মিডিয়া সেন্টার সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া বিমান বন্দরেও আলাদা বুথ থাকবে, যেন বিদেশি যারা আসছেন তারা সঠিক তথ্যটি পান।

এছাড়া গুজব সনাক্তকারী টিমও কাজ করবে। এখানে ৩ সিফটে ৯ জন করে কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। গুজব সনাক্তকারী টিম এরইমধ্যে দুটো গুজব সনাক্ত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়েছে। এরমধ্যে একটি ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট নিখোঁজ সম্পর্কিত গুজব ও অন্যটি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়টি গুজব বলে সনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। তবে, ঠিক কতজন আসছে সে বিষয়ে সবশেষ তথ্য জানাতে পারেননি।  

নির্বাচন কমিশন থেকে ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধকরণের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে বলেন, এটা ইসির এখতিয়ার। তারা যে সিদ্ধান্ত দেবে সেটা মাথা পেতে নিতে হবে। এখানে আমাদের কিছু করণীয় নেই।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।