ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর সভা পণ্ড, আটক ১৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর সভা পণ্ড, আটক ১৮ পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের

সিলেট: সিলেট-৬ আসনে পুলিশি বাধায় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থীর সভা পণ্ড হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এই আসনের অন্তর্গত গোলাপগঞ্জ চৌমুহনীতে ধানের শীষ প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পূর্বনির্ধারিত পথসভা ছিল। এ লক্ষ্যে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে ঢাকা দক্ষিণ রোডে নূর ম্যানশনের সামনে জড়ো হতে থাকেন।

বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে পথসভায় আসতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে পথসভা পণ্ড করে দেয়।
 
এসময় চৌমুহনী ও আশপাশের এলাকা থেকে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী।
 
এ ঘটনার পর সন্ধ্যা থেকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ টহল জোরদার করেছে বলেও জানা যায়।
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।