ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রবার্ট মিলার বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে আমরা বলেছি, যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহের নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বিগ্ন।

বড় বড় নেতাসহ সংখ্যালঘুরা সহিংসতায় আক্রান্ত হয়েছেন। আর অধিকাংশ বড় নেতারাই বিরোধী দলের। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া জন্য সহিংসতা প্রতিরোধে নির্বাচন কমিশনের পরিকল্পনা কী, তা জানতে এসেছিলাম। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের কাছে ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায়।

তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব একটি বিবৃতি দিয়েছেন। সেই দাবি আমাদেরও। মহাসচিব নির্বাচনের আগে ও পরে সকল অংশীজনের কাছে সহিংসতা মুক্ত শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে বলেছেন। যেনো সংখ্যালঘুসহ সকল বাংলাদেশি ভোটারের অধিকার প্রয়োগ করতে পারে। সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা যেনো সম্পূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করে।

মিলার বলেন, জাতিসংঘ সেক্রেটারি জেনারেল অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণভাবে সাপোর্ট করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ইইউডি/এমএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।