ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায়: আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায়: আ’লীগ

ঢাকা: বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায় বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে আওয়ামী লীগ। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এমন ষড়যন্ত্রের মূল সহযোগী বলেও অভিযোগ ক্ষমতাসীন দলটির।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এসব অভিযোগ জানান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের প্রধান আক্তারুজ্জামান।

তিনি বলেন, ভোটের মাত্র তিনদিন আগে শেখ হাসিনাকে ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অশুভ ষড়যন্ত্রে লিপ্ত আছে। সন্ত্রাসী হামলা, সহিংসতা ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় বিএনপি-জামায়াত চক্র।  

এছাড়া নকল ব্যালট পেপার ছাপিয়ে ও বুথ বানিয়ে ভোটের দিন বিএনপি-জামায়াত জাল ভোটের ভিডিও’র গুজব ছড়াতে পারে বলেও কমিশনকে শঙ্কার কথা জানিয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

আক্তারুজ্জামান বলেন, গত কয়েকদিনে রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, খাগগাছড়ি, সিরাজগঞ্জ ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় মহাজোট প্রার্থী-সমর্থকদের ওপর বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা করেছে। এতে মোট ৪০ জন কর্মী আহত হয়েছেন। এসব এলাকায় প্রার্থী, কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে নির্বাচনী অফিসও।

সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম ও ষড়যন্ত্র প্রতিহত করতে কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। সেই সাথে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন প্রতিনিধি দলের সদস্যরা।

সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে। এমনকি সপ্তম নৌবহরও পাঠিয়েছে। আটলান্টিক মহাসাগর পার হয়ে গেলে তাদের গণতন্ত্রের সংজ্ঞা বদলে যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।