শুক্রবার (২৮ ডিসেম্বর) নৌবাহিনী নির্বাচনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে সক্রিয় রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কর্তৃপক্ষ।
এই উপকূলীয় ১৮ উপজেলা হলো- ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মনপুরা, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, টেকনাফ, বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা ও মংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূলীয় ১৮ উপজেলার ১১ আসনে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। মোতায়েনের দিন থেকে এ পর্যন্ত নৌবাহিনী উপকূলীয় দ্বীপসহ বিভিন্ন দুর্গম এলাকায় নিরবচ্ছিন্ন টহলের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সেইসঙ্গে এ অঞ্চলের যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
টিএ