ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনায় নৌকা-ধানের শীষের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
খুলনায় নৌকা-ধানের শীষের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

খুলনা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি সংসদীয় আসনে ১০টি রাজনৈতিক দলের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা ও ধানের শীষের প্রার্থীরা সকালে তারা নিজ নিজ এলাকায় ভোট দেবেন।

জানা গেছে, খুলনা-১ আসনে মহাজোট প্রার্থী পঞ্চানন বিশ্বাস সকালে হেতালবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিএনপির প্রার্থী আমীর এজাজ খান সকাল ৮টায় বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নের খারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

খুলনা-২ আসনে মহাজোট প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল সকাল ১০টায় ভোট দেবেন মহানগরের ময়লাপোতা মোড়ের আহসান উল্লাহ কলেজ কেন্দ্রে।

একই আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট দেবেন সকাল ৯টায় টুটপাড়া মোড়ের টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

খুলনা-৩ আসনে মহাজোট প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান এমপি সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দৌলতপুর মহেশ্বরপাশা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এবং বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল সকাল সাড়ে ৮টায় খালিশপুর ভাসানী স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

খুলনা-৪ আসনে মহাজোট প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী এমপি ভোট দেবেন সকাল ৮টায় রূপসার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং একই আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন বেলফুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

খুলনা-৫ আসনে মহাজোট প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ সকাল ১০টায় কোলা হাজিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এ কেন্দ্রে ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ভোট দেবেন সকালে শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

খুলনা-৬ আসনে মহাজোট প্রার্থী আকতারুজ্জামান বাবু এবং ঐক্যফ্রন্ট প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ কেউই নিজ আসনে ভোট দিতে পারছেন না। আকতারুজ্জামান বাবু রূপসার ভোটার। আবুল কালাম আজাদ কারাগারে থাকায় ভোট দিতে পারছেন না।
 
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।