ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফল যাই হোক মেনে নিতে প্রস্তুত: নসরুল হামিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ফল যাই হোক মেনে নিতে প্রস্তুত: নসরুল হামিদ নসরুল হামিদ বিপু

ঢাকা: হারজিত তো থাকবে। এই মনোভাব সবারই থাকা উচিত, আমাদেরও আছে। জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। আমরা সেটা মেনে নিতে প্রস্তুত। 

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বারিধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকেদর একথা বলেন ঢাকা-৩ আসনে মহাজোটের প্রার্থী নসরুল হামিদ বিপু।

তিনি আরও বেলন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।

আমরা বিজয়ী হবো বলে আশাবাদী।

‘আমি মনে করি সারাদেশে এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সবাই আসছেন শান্তিপূর্ণভাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। ’

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসই/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।