ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফরিদপুর-২ আসনে নির্বাচন বর্জন করলেন শামা ওবায়েদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ফরিদপুর-২ আসনে নির্বাচন বর্জন করলেন শামা ওবায়েদ শামা ওবায়েদ ইসলাম

ফরিদপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও এজেন্টদের বের দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে ভোট বর্জনের এ ঘোষণা দেন তিনি।

ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া।

নেতাকর্মীদের ওপর হামলা ও ভোট কারচুপির করণে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।