ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুরের ৩ আসনেই বিপুল ভোটে আওয়ামী লীগের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মাদারীপুরের ৩ আসনেই বিপুল ভোটে আওয়ামী লীগের জয়

মাদারীপুর: মাদারীপুরের তিনটি আসনেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছেন।

জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, মাদারীপুর-১ শিবচর আসনে আওয়ামী লীগ প্রার্থী নূর-ই-আলম চৌধুরী (নৌকা) ২ লাখ ২৭ হাজার ৪৫৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী মাওলানা মো. জাফর আহম্মদ (হাতপাখা) পেয়েছেন ৪৩৬ ভোট।

এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১০১টি। সহকারী রিটার্নিং অফিসার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

মাদারীপুর-২ (মাদারীপুর সদর ও রাজরৈ) আসনে আওয়ামী লীগ প্রার্থী শাজাহান খান (নৌকা প্রতীক) ৩ লাখ ১১ হাজার ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী মিল্টন বৈদ্য (ধানের শীষ) ২ হাজার ৫৯০ ভোট পেয়েছেন। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৪১টি। জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে ড. আব্দুস সোবহান গোলাপ পেয়েছেন ২ লাখ ৫২ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী আনিচুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৩ হাজার ২৭৫ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৩৪টি। সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।