মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার এক লাখ ৫৯ হাজার ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীক নিয়ে ঊষাতন তালুকদার পেয়েছেন এক লাখ ৮ হাজার ৩৬ ভোট।
৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় রাঙামাটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন রাতে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে রাঙামাটির ২০৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে। বাকি ১৯টি কেন্দ্র দূর্গম এলাকায় হওয়ার কারণে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। নির্বাচনের দুই দিন পর হেলিসোটের ভোটগুলো রাঙামাটিতে এনে মঙ্গলবার বিকেলে সর্বমোট ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এনটি