বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, গাইবান্ধার স্থগিত আসনটির নির্বাচনের ব্যাপারে নজর দিতে হবে।
জেলা প্রশাসন অয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মতিন।
এসময় জেলা ও সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সম্পর্কিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। কিন্তু নির্বাচনের আগে ২০ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসআই