ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংরক্ষিত নারী আসনে চারজনের মনোনয়নপত্র জমা জাপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
সংরক্ষিত নারী আসনে চারজনের মনোনয়নপত্র জমা জাপার নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদের নারী আসনে চারজনের মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চারটি মনোনয়নপত্র জমা দেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

যাদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে তারা হলেন- সালমা আক্তার, রওশনারা মান্নান, নাজমা আক্তার ও মাসুদা এম রশিদ চৌধুরী।

জাতীয় পার্টির সংসদে ২২ জন সদস্য রয়েছেন। সে অনুযায়ী দলটি চারটি সংরক্ষিত আসন পাবে।

চারজনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল না হলে তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি। প্রত্যাহার ১৬ ফেব্রুয়ারি। আর ভোট ৪ মার্চ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।